বগুড়ার কাহালুতে তারাবি নামাজ পড়ার সময় মুসল্লির মৃত্যু

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে তারাবি নামাজ পড়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর আকন্দ (৭৫) নামের এক মুসল্লি মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে উপজেলার জামগ্রাম ইউনিয়নের শান্তা পশ্চিমপাড়া বাজার জামে মসজিদে। আব্দুল গফুর আকন্দ শান্তা পশ্চিমপাড়া গ্রামের মৃত দবির উদ্দিন আকন্দের ছেলে।
জানা গেছে, আব্দুল গফুর ওই মসজিদে ১৬ রাকাত খতম তারাবির নামাজ পড়ার পর হঠাৎ করে নিজেকে কিছুটা অস্বস্তি বোধ করেন। এরপর মুসল্লিবৃন্দ তাকে মস্জিদ থেকে বাড়িতে পৌঁছে দিতে গেলে পথের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বাদ যোহর শান্তা হাটখোলা ময়দানে তার নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন