সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের জমির বীজতলা কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

তাড়াশ (সিরাজড়ঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে রাতের অন্ধকারে কৃষকের জমির রোপা আমন বীজতলা কীটনাশক (আগাছানাশক) প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে কৃষক মো. রুস্তম আলীর ফসলি জমিতে ঘটনাটি ঘটে। গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গ্রামের পূর্ব ফসলি মাঠে প্রায় এক বিঘা জমিতে রোপা আমন ধানের বীজতলা করেছিলেন রুস্তম আলী। যা দিয়ে তিনি ৫০ থেকে ৬০ বিঘা জমিতে ধান রোপণ করতে পারতেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা বীজতলা কীটনাশক প্রয়োগ করে মেরে ফেলেছে। এতে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এখন নতুন করে ৫০ বিঘা জমির বীজতলা কিনতে লক্ষাধিক টাকা লাগবে।
আরও পড়ুনপুড়ে যাওয়া বীজতলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য করুন