একাদশ শ্রেণির ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি ৩৭৮টি কলেজ। এ ছাড়া প্রথম ধাপে আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী রয়েছে। একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তির ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।
গত বুধবার (২০ আগস্ট) রাতে প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর সারা দেশের আট হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ ও আলিম মাদরাসা) একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি করানো হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭৮টিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি। সেখানে কেউ পছন্দক্রম দেয়নি।
প্রকাশিত ফলের তথ্যমতে, গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে আবেদন নেওয়া হয়। এ সময়ের মধ্যে ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। তারা কলেজ পছন্দক্রম (চয়েজ) দিয়েছে ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৭টি।
আরও পড়ুনঅনলাইনে মোট আবেদনকারীর মধ্যে প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। কোনো কলেজ পায়নি ২৫ হাজার ৩৪৮ জন। যদিও যারা কলেজ পায়নি তাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, যারা কলেজ পায়নি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের অনেক আসন রয়েছে। সবাই ভর্তির সুযোগ পাবে। তবে যারা কলেজ পায়নি, তারা যেন দ্বিতীয় ধাপের আবেদনে গিয়ে নতুন কিছু পছন্দের কলেজ যোগ করে দেয়; একই সঙ্গে তারা যেন ১০টি পছন্দক্রম পূরণ করে।
মন্তব্য করুন