কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল শিক্ষকের রাজকীয় বিদায়

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল সরকারকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহাতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সাবেক শিক্ষক সাউদ মো. হারুন অর রশিদ, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা।
সভার আগে বিদায়ী শিক্ষক আব্দুল জলিল সরকারকে ফুলের মালা পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর তাকে ঘোড়ার গাড়ির সিংহাসনে বসিয়ে এক বিশাল মিছিলসহ উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করানো হয়। শোভাযাত্রাটি তার নিজ বাড়ি গিয়ে শেষ হয়।
আরও পড়ুনজানা যায়, আব্দুল জলিল সরকার ১৯৮৯ সালের ৭ আগস্ট ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বিএসসি) হিসেবে যোগদান করেন। একজন খোলা মনের মানুষ হিসেবে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। কাজের অভিজ্ঞতার সুবাদে একাধিকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছেন তিনি।
মন্তব্য করুন