ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

নারীকে শুধুমাত্র মানুষ হিসেবে দেখা হোক : রুনা খান

নারীকে শুধুমাত্র মানুষ হিসেবে দেখা হোক : রুনা খান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : নিজ অভিনয় গুণে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী রুনা খান। এবার বড় পর্দায় তাকে দেখা যাবে ‘সিনেমার নায়িকা’র ভূমিকায়। 

আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মাণ হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। যেখানে নায়িকাদের জীবনের গল্প নিয়ে বিশেষ চরিত্রে অভিনয় করবেন রুনা খান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, দর্শকরা শুধু আমাদের পর্দায় দেখেন। কিন্তু পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে, আছে সুখ-দুঃখের গল্প।’ এখন পর্যন্ত পাঁচটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ যে ছবিতে কাজ করছেন, সেখানেই উঠে আসবে নায়িকাদের জীবনের আড়ালের কাহিনি। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নানা প্রসঙ্গে কথা বলেন; মিডিয়াতে নারীদের উপস্থাপন ও দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেন।

রুনা খান বলেন, ‘আমি চাই নারীকে শুধুমাত্র মানুষ হিসেবে দেখা হোক। নাটক, সিনেমা কিংবা সংবাদ-সব জায়গায় নারীদের এমনভাবে উপস্থাপন করুক, যেন তারা স্বাভাবিক অধিকার পায়।’ সাক্ষাৎকারে অভিনেত্রী এও জানান, এক বিশেষ চরিত্র রয়েছে, যা তার মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। সেটি হলো ‘নীলপদ্ম’ সিনেমার ‘নীলা’ চরিত্র। রুনা খান বলেন, ‘নীলা চরিত্রে অভিনয় করেছি; যে একজন যৌনকর্মী। এই চরিত্রটা করতে গিয়ে এ পেশার মানুষের জীবনের যে গভীর যন্ত্রণা, অপমান আর বাস্তবতা— তা খুব কাছ থেকে দেখেছি, অনুভব করেছি; আর এ অভিজ্ঞতাই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে।’ 

আরও পড়ুন

রুনা খান আরও বলেন, ‘আমরা কি একটু বেশি মানবিক হতে পারি না? যৌনকর্মীদের প্রতিও যদি সহানুভূতি দেখানো যেত! আসলে এই চরিত্র আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে, মননশীল করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে রাস্তার গাছ কেটে দু’দফায় ডাকাতির চেষ্টা

সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

তিস্তা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ

বগুড়া প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান আগামী ৬ সেপ্টেম্বর

পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি মে-জুনে

আইড় মাছ দো-পেয়াজা