ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

হঠাৎ অসুস্থ রুক্মিণী

হঠাৎ অসুস্থ রুক্মিণী, ছবি: সংগৃহীত।

বিনোদন : দীর্ঘ সময় পর দেব-শুভশ্রী জুটির সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে। বিষয়টিকে কীভাবে দেখছেন রুক্মিণী, বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রীকে এ প্রশ্ন করা হয়। তিনি বলেন, আমার অনুভূতি মোটেও খারাপ নয়। ২০২৫ সালে দাঁড়িয়ে এমন দৃষ্টিকোণ আসলেই হতাশাজনক। কারণ এ পেশায় আমরা সবাই প্রফেশনাল। পেশাগত কাজে যদি এমন দৃষ্টিভঙ্গি তৈরি হয় তাহলে আমরা অনেক পিছিয়ে আছি, মনে করছি। তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ এই অভিনেত্রী।

অনেক দিন হল ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার পর আর কোনও নতুন ছবির ঘোষণা দেননি। এরই মাঝে অসুস্থ হয়ে পড়লেন নায়িকা। চোখে, মুখে ক্লান্তির ছাপ। শরীর ভাল নেই অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। কখনও পায়ে চোট, কখনও আবার কাজের ব্যস্ততায় অনিয়ম হওয়ায় খুবই ভুগতে হয়েছে। কয়েক মাস আগে অসুস্থতার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। আবারও অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা। কখনও বৃষ্টি, কখনও গরমে ইদানীং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। রুক্মিণীরও একই অবস্থা। ১০২ জ্বর। সমাজমাধ্যমের পাতায় রুক্মিণী পোস্ট করে জানিয়েছেন, ‘ভাইরাল’ জ্বরে আক্রান্ত তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, নায়িকা পাকাপাকি মুম্বাইয়ে থাকছেন এখন। সেখানে নাকি ওয়ার্কশপ করছেন। এমনিতেও মডেলিং এবং বিভিন্ন বিজ্ঞাপনের কাজে বহু দিন তাকে কাটাতে হয় মায়ানগরীতে। সেখানেই এ বার জ্বরে কাবু অভিনেত্রী।

দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুরনো ছবি ‘ধূমকেতু’র মুক্তির সময় থেকে রুক্মিণীকে আলোচনা বেড়েছে। দর্শকের একাংশের দাবি, দেব-শুভশ্রী জুটি আবার কাছাকাছি আসায় বিরক্ত নায়কের বিশেষ বান্ধবী। যদিও এ সব আলোচনাকে থামিয়ে দিয়েছেন তারা নিজে। ‘ধূমকেতু’র প্রচারের দিন শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের বান্ধবী রুক্মিণীকে নানা ভাবে আক্রমণ করেছিল দর্শক। সেই পরিস্থিতিকে সামাল দিতে প্রকাশ্যে রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নেন প্রযোজক দেব।

আরও পড়ুন

যদিও সম্প্রতি একটি গয়নার দোকানের উদ্বোধনে এসে রুক্মিণী জানিয়েছেন, তার কাছে ক্ষমা চাওয়ার কোনও দরকার নেই দেবের। স্পষ্ট করেছিলেন বাইরে যা আলোচনাই হোক না কেন, নায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব পড়েনি অভিনেত্রীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে রাস্তার গাছ কেটে দু’দফায় ডাকাতির চেষ্টা

সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

তিস্তা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ

বগুড়া প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান আগামী ৬ সেপ্টেম্বর

পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি মে-জুনে

আইড় মাছ দো-পেয়াজা