ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৫, ০৬:২৭ বিকাল

বাংলাদেশ ব্যাংক কর্তৃক অন্যতম শ্রেষ্ঠ “টেকসই ব্যাংক” এর সম্মাননা পেলো এনসিসি ব্যাংক পিএলসি.

এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকসই রেটিং-এ দেশের শীর্ষ ১০টি ব্যাংকের অন্যতম ব্যাংক হিসেবে সম্মাননা লাভ করেছে। মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সূচক (আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ, মূলধন পর্যাপ্ততা, বার্ষিক মুনাফা ইত্যাদি), সবুজ ও টেকসই অর্থায়ন, ব্যাংকিং সেবার বিস্তৃৃতি,  সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম এবং পরিবেশবান্ধব প্রকল্পে পুনঃঅর্থায়ন এই পাঁচটি মূল সূচকে ২০২৪ সালের কার্যক্রমের ভিত্তিতে স্বীকৃত দেশের শীর্ষ দশ টেকসই ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে এনসিসি ব্যাংক।

গত ২০ আগস্ট, ২০২৫ইং বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের   গভর্নর ড. আহসান এইচ. মানসুর এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন- এর হাতে মর্যাদাপূর্ণ এই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভরন নুরুন নাহার, নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার, টেকসই অর্থায়ন বিভাগের অতিরিক্ত পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের সাস্টেইনেবল ব্যাংকিং এর প্রধান নিঘাত মমতাজ উপস্থিত ছিলেন। 

ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রথম বারের মতে সাস্টেইনেবল ব্যাংক এর স্বীকৃতি পেয়েছে, যা নিঃসন্দেহে একটি বড় অর্জন। এটা মূলত এনসিসি ব্যাংকের করর্পোরেট সুশাসন এবং টেকসই ব্যাংকিং কার্যক্রমের স্বীকৃতি। এনসিসি ব্যাংক সবসময় বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান ও নির্দেশিকা অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। সবুজ ও পরিবেশবান্ধব অর্থায়ন, প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী ব্যাংকিং কৌশল এবং সিএসআরসহ আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।  এ ধরনের মর্যাদাপূর্ণ স্বীকৃতি এনসিসি ব্যাংককে ভবিষ্যৎ টেকসই ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে আরও বেশী উৎসাহিত করবে এবং গ্রাহকদের আস্থা ও নির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলে তিনি আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রে শুরু হবে উৎপাদন

রংপুরের মিঠাপুকুরে একটি মাদ্রাসার পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা