ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

ইবিতে সাবেক প্রক্টরের বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল

ইবিতে সাবেক প্রক্টরের বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল,ছবি: সংগৃহীত।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামী শাসনামলে সাজানো ক্রসফায়ার, তথাকথিত জঙ্গি নাটক, বিরোধী মতের দমন-পীড়ন এবং শিক্ষার্থীদের হয়রানির মূল হোতা সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ শতাধিক শিক্ষার্থী। এসময় তারা ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘আওয়ামী লীগের ঠিকানা-এই ক্যাম্পাসে হবে না’,‘মাহবুবের ঠিকানা-এই ক্যাম্পাসে হবে না’,‘মাহবুব জঙ্গি-হাসিনার সঙ্গি’,‘মাহবুবের বহিষ্কার-করতে হবে করতে হবে’,‘প্রক্টর মাহবুবের কালো হাত-ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেয়।

বক্তব্য প্রদানকালে ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘গত শাসনামলে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নির্যাতিত হয়েছে। তৎকালীন প্রক্টর মাহবুব শিক্ষার্থীদের গুমের হুমকি দিয়েছে। নিজের স্বার্থে কোনো কাজ নাই-যা তারা করতে পারে না।

আরও পড়ুন

এ সময় তিনি আরো বলেন, ‘প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, যদি সামর্থ্য থাকে, তাহলে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিন, নইলে আপনারা চলে যান। সন্ত্রাসী মাহবুবের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অনিরাপদ।’

মাহমুদুল হাসান আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইকসু চালু করুন। আমার ভাই সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্তের কাজ দ্রুত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন, ক্যাম্পাস ডিজিটালাইজড করুন, সব প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা করুন, শতভাগ আবাসিকতা নিশ্চিত করে মেধার ভিত্তিতে সিট নিশ্চিত করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে কেটলি চুরি যুবকের জেল

দিনাজপুরের নবাবগঞ্জে তিন মাদক কারবারি গ্রেফতার

শতকোটি টাকার সরকারি জমি জালিয়াতি, তদন্তে নেমেছে দুদক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ