ডাকসু নির্বাচন
সব প্রার্থীর ডোপ টেস্ট করার দাবি মুসাদ্দিক-যুবাইর প্যানেলের

রোববার (২৪ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সমসাময়িক পরিস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে তাদের বেশ কিছু দাবি তুলে ধরেন।এছাড়াও ব্যালট পেপারে প্রার্থীদের ছবি সংযুক্ত করা, প্রার্থীদের ডাকনাম অন্তর্ভুক্ত করা ও শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র বৃদ্ধির দাবিও জানান এ প্যানেলের সদস্যরা। ২৬ তারিখের আগে প্রচার প্রচারণার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই সেটা মানছে না বলে অভিযোগও জানান তারা।
প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসু নির্বাচনে ভিপি পদে ৪৮, জিএস পদে ১৯ ও এজিএস পদে ২৮ প্রার্থী বৈধ হয়েছেন। ভোট হবে ৯ সেপ্টেম্বর।
ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫
নির্বাচন: ৯ সেপ্টেম্বর: মনোনয়ন সংগ্রহের শেষ তারিখ: ১৯ আগস্ট; মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ: ২০ আগস্ট; মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট; মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়: ২৪ আগস্ট দুপুর ১২টা; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ আগস্ট বিকেল ৪টা; ডাকসুর পদ: ২৮টি (৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়); হল সংসদ নির্বাচন: ১৮টি হলের জন্য মনোনয়ন বিক্রি ১৪২৭টি।
ডাকসু নির্বাচনে লড়বে ৮ প্যানেল:
ছাত্রদলের প্যানেল/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’; ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’; বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’ /(পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); ইসালামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ এবং সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’; বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪ পরিষদ’।
আরও পড়ুন
মন্তব্য করুন