ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

নাটোরে বড়াইগ্রামে কালভার্ট সংস্কারের অভাবে ভোগান্তিতে জনগণ

নাটোরে বড়াইগ্রামে কালভার্ট সংস্কারের অভাবে ভোগান্তিতে জনগণ। ছবি : দৈনিক করতোয়া

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রাম উপজেলার জামাইদীঘি-নিতাইনগর কাঁচা রাস্তায় দ্বারীখৈর গ্রামে অবস্থিত ভাঙা কালভার্ট সংস্কারের অভাবে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের জনগণ। কালভাটর্টি সংস্কার করে যাতায়াতের দুর্ভোগ লাঘবের দাবি এলাকাবাসীর।

উক্ত কাঁচা রাস্তার উভয় প্রান্তেই ইতোমধ্যে পাকাকরণ হয়েছে। এ পথের উভয় পাশেই রয়েছে কৃষি মাঠ ও ঘর-বাড়ি। ভাঙা কালভার্টের উপর দিয়েই কৃষি জমির উৎপন্ন ফসল বহন, পাশের স্কুুল ও হাট-বাজারে যেতে হয় এলাকাবাসীর।

জামাইদীঘি, পাঁচবাড়ীয়া, নিতাইনগর, মহেশপুর ও নগর মৌজার কয়েক শত একর জমির কৃষি ফসলাদিসহ বিভিন্ন প্রকারের শাকসবজি এ কালভার্টটির উপর দিয়ে গরু-মহিষের কাঠ গাড়িতে ও ভ্যান গাড়িতে বহন করতে হয় কৃষকদের। পাশেই অবস্থিত দ্বারীখৈর সাহেবের হাট। হাটেও কৃষকদের ক্রয়-বিক্রয়ের জন্য কৃষি পণ্য নিতে চরম দুর্ভোগে পড়তে হয়।

আরও পড়ুন

কালভার্ট ভেঙে যাওয়ায় গরু-মহিষের গাড়ি ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে আহত হয় গরু-মহিষ। ভ্যান চালক আরিফ হোসেন বলেন, শুকনো মৌসুমে আমরা ভ্যান গাড়িতে করে কৃষি মাঠের ফসলাদি বহন করি। কিন্তু ভাঙা কালভার্টে এসে বিপদে পড়তে হয়। জন গুরুত্বপূর্ণ কালভাটর্টি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দরিদ্র শিক্ষার্থীদের সরকারি বরাদ্দের অর্থ প্রধান শিক্ষকের পকেটে

ভোটাররা চাঁদাবাজি টেন্ডারবাজি ও সন্ত্রাসীদের পছন্দ করে না- গোলাম রব্বানী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

বগুড়ায় অস্ত্র আইনে ফুলতলার নান্টু মিয়ার কারাদণ্ড, ২১ বছরের সাজা

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে কেটলি চুরি যুবকের জেল