ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

সোহেল আরমানের ‘জল জোছনা’য় সূচনা সঙ্গীত গাইলেন পপি-রিফাত

সোহেল আরমানের ‘জল জোছনা’য় সূচনা সঙ্গীত গাইলেন পপি-রিফাত

অভি মঈনুদ্দীন ঃ জনপ্রিয় অভিনেতা ও গুনী নাট্যকার, নাট্যনির্মাতা সোহেল আরমান বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ‘জল জোছনা’। এরইমধ্যে এই ধারাবাহিকের ২৫ পর্ব নির্মাণের কাজ শেষ করেছেন তিনি।

এই ধারাবাহিকের সূচনা সঙ্গীত ‘তোমাকে ভালোবেসে’তে কন্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী পপি ও চ্যানেল আই সেরাকন্ঠ’খ্যাত নন্দিত সঙ্গীতশিল্পী রিফাত সুলতান। গানটি লিখেছেন ও সুর করেছেন সোহেল আরমান। সঙ্গীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন। এবারই প্রথম যেমন একসঙ্গে কোনো ধারাবাহিকের সূচনা সঙ্গীতে কন্ঠ দিয়েছেন পপি ও রিফাত। আবার দুজনের জীবনেই এই গানই প্রথম সূচনা সঙ্গীত। যে কারণে পপি ও রিফাত দুজনেই ভীষণ উচ্ছ্বসিত। গানটি নিয়ে ভীষণ আশাবাদীও তারা দুজন।

গানটি প্রসঙ্গে সোহেল আরমান বলেন,‘ সাধারণত আমি একটু ধীরে সময় নিয়ে গানের সুর করি। কিন্তু এই গানটি সুর করার সময় একটু তাড়াহুড়া হয়েগেছে। তারপরও গানটি রেকর্ডিং-এর পর আমার খুউব আপন কিছু মানুষ গানটি শুনেছেন। তাদের কাছে গানটি ভালোলেগেছে বিধায় গানটি নিয়ে আমার প্রত্যাশা বেড়ে গেছে। রিফাত নিঃসন্দেহে ভালো গায়। সূচনা সঙ্গীতে তার কন্ঠ শ্রোতা দর্শককে মুগ্ধ করবে-এটা আমার বিশ্বাস। আর পপি সাধারনত এই ধরনের গান এর আগে গায়নি। আমার প্রত্যাশার চেয়েও পপি অনেক ভালো গেয়েছে।’ পপি বলেন,‘ এই গানটি মূলত আমাদের জীবন দর্শনের গান। এর আগে এই ধরনের গান গাওয়ার সুযোগ হয়নি আমার। আমি আন্তরিক ধন্যবাদ ্ধসঢ়;ও কৃতজ্ঞতা জানাই নির্মাতাকে। আমি এবং রিফাত চেষ্টা করেছি গানটি দরদ দিয়ে গাইতে। আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’ রিফাত সুলতান বলেন,‘ সত্যি বলতে কী এখানে কেউ কাউকে সহযোগিতা করতে চান না। কিন্তু এমন বাস্তবতার মাঝেও আমার কন্ঠ শুনে সোহেল ভাই আমাকে সূচনা সঙ্গীত গাইবার সুযোগ করে দিয়েছেন এটা সত্যিই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি যতোদূর জানি এই গানটি আমার গাওয়ার কথা ছিলো না। কিন্তু সোহেল ভাই আমার কন্ঠ শুনেই সুযোগ করে দিলেন। তিনি আমাকে আশীর্বাদ করেছেন এবং এই সূচনা সঙ্গীত গাইবার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাকে নিয়ে আগামীতেও কাজ করবেন তিনি।’

আরও পড়ুন

সোহেল আরমান জানান ধারাবাহিকটি আগামী সেপ্টেম্বর থেকেই প্রচারে আসবে। পপি ও হৃদয় খানের দ্বৈত গান ‘মন বলেছে’ শ্রোতাপ্রিয় একটি গান। এছাড়াও পপির কন্ঠে ‘বৃষ্টি’,‘ তুমি আছো বলো’,‘ চোখের আড়াল হলেও’ গানগুলো শ্রোতাপ্রিয় গান। পপির দুটি গানের অ্যালবাম হচ্ছে ‘সত্যি’ ও ‘ইচ্ছে করে’। রিফাত সুলতান বগুড়ার সারিয়াকান্দির সন্তান। ২০২৩ সালে চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতায় টপ ফাইনালিস্টে ছিলেন। তারই সহধর্মিনী জারিন একই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পোস্ট পেইড মিটারের দাবিতে গ্রাহকদের বিদ্যুৎ অফিস ঘেরাও

পঞ্চগড়ে ছাত্রদলের সভাপতি-সম্পাদকের স্বাক্ষর জাল করে কমিটি দেয়ার অভিযোগ

পঞ্চাশ বছরের পথচলায় স্মৃতিময় করতোয়া

পঞ্চগড়ের বোদায় যৌথবাহিনীর অভিযানে রেস্টুরেন্টে জরিমানা ও হাসপাতাল সিলগালা

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী রূপা গ্রেফতার

তিতাসের দোকান, করতোয়া ও পেপসি