ডাকসু নির্বাচন: রিটার্নিং অফিসারের সাথে বেয়াদবি করলে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার অধ্যাপক কাজী মারুফুল হক স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনকাজে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের অশালীন আচরণ বা বেয়াদবি সহ্য করা হবে না। এ ধরনের ঘটনার ক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশনের আয়োজনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এসব সতর্কবার্তা দেন।
অধ্যাপক মারুফুল হক বলেন, “আমাদের মূল দায়িত্ব পড়াশোনা। ডাকসু হলো অতিরিক্ত পাঠক্রমের অংশ। তাই নির্বাচনী প্রচারণার কারণে যেন পাঠ কার্যক্রম, গবেষণা বা সেমিনার ব্যাহত না হয়, তা কঠোরভাবে তদারকি করা হবে।”
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে সকল প্রার্থীকে। “জুলাই আন্দোলনের ফলেই আমরা আজ এই অবস্থানে দাঁড়াতে পেরেছি। তাই সেই আন্দোলন নিয়ে কোনো ধরনের কটাক্ষ বা অসম্মানজনক মন্তব্য প্রচারণায় ব্যবহার করা যাবে না। একইভাবে মুক্তিযুদ্ধ, দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ নিয়ে কোনো অসম্মানজনক মন্তব্য বরদাস্ত করা হবে না। এর জন্য বিধিবদ্ধ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, যা একেবারেই নন-নেগোসিয়েবল।”
আরও পড়ুনএ ছাড়া অনলাইনে বিদ্বেষমূলক মন্তব্য বা হেট স্পিচের বিষয়েও কঠোর অবস্থান জানিয়ে রিটার্নিং অফিসার বলেন, “সোশ্যাল মিডিয়াসহ অনলাইন প্ল্যাটফর্মে কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ, অপমান বা ঘৃণামূলক কনটেন্ট প্রচার করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণিত হলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বৈঠকে উপস্থিত সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে একটি পরিচ্ছন্ন ও প্রতিযোগিতামূলক নির্বাচন পরিচালনার আহ্বান জানান।
মন্তব্য করুন