সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার ঝাঐল এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই নারী মারা যান।
এলাকাবাসী জানান, নিহত নারী পাগল ছিলেন এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তাকে প্রায়ই আশপাশে ঘোরাঘুরি ও ভিক্ষা করতে দেখা যেত।
আরও পড়ুনসিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তার মরদেহ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি।
মন্তব্য করুন