ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে বিএনপি নেতার মামলা

রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে বিএনপি নেতার মামলা। প্রতীকী ছবি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় বিএনপির দলীয় নেতাদের নামে অপপ্রচার, চাঁদাবাজি, সাইবার হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৬ জনের নামে মামলা করেছেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা। গতকাল বৃহস্পতিবার রাতে পীরগাছা থানায় মামলাটি করা হয়।

মামলায় আসামি করা হয় উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে শামছুল হক সবুজ (২২), চন্ডিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মাহাদী হাসান বিপু (২৩), কালীগঞ্জ এলাকার শরিয়তউল্যার ছেলে সাঈদ আল কুদরী (৪৫), একই এলাকার রমজান আলীর ছেলে শামীম হোসেন (২৮), মোসলেম উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৩২) ও অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামের তোজাম্মেল হক মুন্সির ছেলে রাজীব মুন্সি (৩২)। এছাড়া মামলায় ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভূঁইফোড় একটি নিউজ ও ফেসবুক পেজের মাধ্যমে দলীয় নেতাদের নামে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছে। সাথে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়াও এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে ৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়। অভিযুক্তরা পেশাদার সাংবাদিক না হয়েও সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

আরও পড়ুন

মামলার বাদি আমিনুল ইসলাম রাঙা বলেন, ৫ আগস্টের পর থেকে ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও 'সংবাদ৩৬৫' ফেসবুক পেজে তার ব্যক্তিগত সুনাম নষ্ট করতে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়াও তারা প্রতিহিংসার অংশ হিসেবে এসব অপপ্রচার চালাচ্ছে।

এ ব্যাপারে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান