ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতদের নাম নুসাইবা আক্তার (৪) ও ইয়ামিন মিয়া (৫)। নুসাইবা চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর মেয়ে ও ইয়ামিন সালাউদ্দিন মিয়ার ছেলে। সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, দুপুরে নুসাইবা ও ইয়ামিন বাড়ির উঠানে খেলা করছিল। কোনো এক সময়ে স্বজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি সংলগ্ন একটি ঘাটের পানিতে চলে যায়। প্রায় আড়াইঘণ্টা তাদের খোঁজ পাচ্ছিল না স্বজনরা। পরে আড়াইটার সময় জাহানারা নামের এক নারী ঘটনাস্থল ঘাটে পানি আনতে গিয়ে মৃত শিশু ইয়ামিনের মরদেহ ভেসে থাকতে দেখে। এসময় ওই নারীর ডাক-চিৎকার আশপাশের লোকজন এসে পানিতে নেমে ইয়ামিনের পাশাপাশি নুসাইবারও মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান, ‘ঘাটে পানি আনতে গিয়ে প্রথম ইয়ামিনের মরদেহ ভেসে থাকতে দেখে মানুষকে ডাকি। পরে তার চাচাতো বোনেরও মরদেহ দেখতে পাই।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয় বিদারক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা