বগুড়ার কাহালুতে গাঁজাসহ তিনজন গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : গতকাল শনিবার বিকেলে কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামে এক পুলিশি অভিযানে সাড়ে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্র জানায়,গ্রেফতারকৃতরা হলো সাগাটিয়া মাদক ব্যবসায়ী বাদল হোসেনের ছেলে বেল্লাল হোসেন (৩৬), তার স্ত্রী মনজিলা বেগম (৩৩) এবং কাহালু মসজিদ পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮)।
উল্লেখ্য, সাগাটিয়া গ্রামে পুলিশি অভিযানকালে মাদক ব্যবসায়ী বাদল হোসেনের বাড়ি থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে কাহালু থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনের মামলা করে আজ রোববার (২৪ আগস্ট) তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন