ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

তিন দিনের সফরে ঢাকায় টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া

ছবি : সংগৃহীত,তিন দিনের সফরে ঢাকায় টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি ঢাকায় এসেছেন। বাংলাদেশে সফরকালে টিআই চেয়ারপারসন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে টিআইবি। 

টিআইবি জানায়, ২০২৩ সালে টিআই পরিচালনা পর্ষদের চেয়ার নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। একশটিরও বেশি দেশের জাতীয় চ্যাপ্টারের মাধ্যমে কর্মরত বৈশ্বিক দুর্নীতিবিরোধী কোয়ালিশন টিআইর সর্ববৃহৎ ও অন্যতম সক্রিয় চ্যাপ্টার হিসেবে স্বীকৃত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বৈশ্বিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, টিআইবির কার্যক্রম, সম্ভাবনা এবং চ্যালেঞ্জসমূহের প্রত্যক্ষ অভিজ্ঞতা বিনিময় তার এই সফরের মূল উদ্দেশ্য। 

তিন দিনের সফরে টিআইবির কর্মী, টিআইবির উদ্যোগে দেশের ৪৫টি অঞ্চলে স্বেচ্ছাসেবাভিত্তিক সচেতন নাগরিক কমিটিন (সনাক) সভাপতি, তরুণদের প্ল্যাটফর্ম ৬৫টি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

আরও পড়ুন

খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ টিআইর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ২০১৯ সাল থেকে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে কাজ করেছেন। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি টিআই-ফ্রান্সের বোর্ড সদস্য হিসেবে অবৈধ অর্থ প্রবাহ ও পাচার, সংশ্লিষ্ট কৌশলগত আইনি পদক্ষেপ ও রাজনৈতিক শুদ্ধতা ইত্যাদি বিষয়ে কাজ করেছেন। 

এর আগে তার নেতৃত্বে টিআই সেক্রেটারিয়েটের উদ্যোগে ব্যবসায়িক শুদ্ধতার অংশ হিসেবে জি-২০ পর্যায়ে আর্থিক নিয়ন্ত্রণ ও দুর্নীতিরোধ বিষয়ক অধিপরামর্শ কার্যক্রম শুরু হয়। ফ্রান্সের খ্যাতনামা Ecole Polytechnique এবং Ecole des Mines de Paris থেকে ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ইতিহাসে স্নাতক ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি সরকারি ও বেসরকারি উভয় খাতে কাজ করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের সর্বশেষ বৈশ্বিক ক্যাম্পেইন চমকপ্রদ সৌদি পর্যটন ক্যালেন্ডার উদ্বোধন করে “Stay for More” এর আমন্ত্রন জানালেন সিআর সেভেন     

সমুদ্রে আমাদের সম্পদ এখনও অজানা: মৎস্য উপদেষ্টা

পূবালী ব্যাংক কর্তৃক ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালকে  ৪০(চল্লিশ) লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান

বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে চট্টগ্রামে  শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচীর আয়োজন

বগুড়া সর. আ. হ. কলেজ থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

নীলফামারীর ডোমারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেফতার