ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমিরাবাদ কদমতলী এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ একটি গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গোডাউনে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওসমান গনী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা পুরোনো বাংলা মেশিনে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। অগ্নিকাণ্ডে আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় প্রায় একই মূল্যের মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

ওসমান গনী আরও বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

ক্ষতিগ্রস্ত দুটি গোডাউনই টিনশেড কাঠামোর। এর মধ্যে একটি প্রায় ২,০০০ বর্গফুট এবং অপরটি ১,৫০০ বর্গফুট আয়তনের। গোডাউন দুটি স্থানীয় ব্যবসায়ী মো. আলম এবং নুরুল হকের মালিকানাধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ভারত-রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান : শেহবাজ

পাবনার গাজনার বিলে গ্যাস ট্যালেট দিয়ে মাছ শিকার

অন্ধ ব্যক্তিরা কালো চশমা পরে থাকেন কেন?

উত্তম কুমারকে চুমু খাওয়ার সুযোগ পেলে মিস করতাম না: ইশা সাহা

কৃষিজমি কমছে, যা খাদ্যনিরাপত্তার জন্য বড় হুমকি : ভূমি উপদেষ্টা