ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

ভোলার চরফ্যাশনে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতে জেলা অতিরিক্ত দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নিহত জাহানারা বেগমের স্বামী মো. মাহবুব আলম ও তার দেবর মো. ইব্রাহিম। এ ছাড়া, এ মামলার অপর আসামি মো. মন্নান মাঝির অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।

আরও পড়ুন

মামলা নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল ১ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জাহানারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্বামী মাহবুব আলম ও দেবর ইব্রাহিম। এ সময় ঘটনাটি দেখে ফেলায় তাদের আট বছরের শিশু সন্তান আবিরকেও হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেওয়া হয়। ‎‎এ ঘটনায় নিহতের বাবা মো. সৈয়দ আলী চৌকিদার বাদী হয়ে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন মামলার বাদী মো. সৈয়দ আলী চৌকিদার।
বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরন বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। ন্যায়ের ভিত্তিতেই আসামিদের সাজা দিয়েছেন আদালত। এ রায়ে নিহতের পরিবারের ন্যায়বিচার পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১৫৮ বোতল ফেনসিডিলসহ ৩ নারী গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণের দাম

খৈয়াছড়া ঝরনায় পর্যটক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার ২

বিএনপি সরকার গঠন করলে ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে