ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া কারাগার থেকে পালানো মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত চার কয়েদির বিরুদ্ধে চার্জশিট

বগুড়া কারাগার থেকে পালানো মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত চার কয়েদির বিরুদ্ধে চার্জশিট। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বগুড়ার জেলা কারাগার থেকে সেলের ছাঁদ কেটে প্রাচীর টপকে পালানোর পর গ্রেফতার মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত কয়েদীসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। বগুড়ার ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযুক্ত ওই কয়েদি আসামিরা সকলেই পৃথক মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত।

বগুড়া জেলা কারাগার থেকে পলাতক ওই চার কয়েদি আসামি হলো-কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গার মৃত আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম ওরফে মজনু ওরফে মঞ্জু (৬০), নরসিংদীর নরসিংদী সদর উপজেলার ফজুরকান্দি গ্রামের মৃত ইসরাফিল খাঁর ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন (৪১), বগুড়ার কাহালু উপজেলার উলট্ট পূর্বপাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৪) এবং বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ী পশ্চিমপাড়া (বুড়িতলা) গ্রামের মৃত ইসরাইল শেখ ওরফে চাঁন মিয়ার ছেলে ফরিদ শেখ (৩০)।

এদের মধ্যে আসামি জাকারিয়া কাহালুর নারহট্ট ইউনিয়নের রোস্তমচাপড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাইমুর ওরফে নাইমকে মুক্তিপণের দাবিতে হত্যা করে ইটভাটার আগুনে পুড়ে ভষ্ম করে দেওয়া মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামি।

মামলা সূত্রে জানা গেছে, মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত কয়েদি ওই চার আসামিকে বগুড়া জেলা কারাগারের জাফলং সেলের ২নং ওয়ার্ডে রাখা হয়। গত ২০২৪ সালের ২৬ জুন রাত ১টা থেকে ৩টার মধ্যে যেকোন সময় জাফলং সেলের ছাঁদ কেটে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে বগুড়া জেলা করাগারের প্রাচীরের টপকে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে রাত ৪টার দিকে নাইট ডিউটিরত বগুড়া সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলম পুলিশ দল নিয়ে নাইট ডিউটি করাকালে জেল পালানো ওই আসামিদেরকে করতোয়া নদীর পাড় ঘেঁষা চাষীবাজার বাঁধের ওপর ঘোরাফেরা করাকালে গ্রেফতার করে সদর থানার ওসিেেক অবহিত করেন।

পরে কারা কর্তৃপক্ষ ওই চার কয়েদিকে শনাক্ত করে। এ ব্যাপারে ওই চার কয়েদিকে আসামি করে জেলার ফরিদুর রহমান রুবেল বাদি হয়ে গত ২৬ জুন বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ইন্সপেক্টর সেরাজুল হক সম্প্রতি জেল পালানো ওই চার কয়েদিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

বগুড়ায় মাদকদ্রব্যসহ কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জে বাসের জানালা ভেঙে লাফ দিয়ে সুপারভাইজার নিহত

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রার্দুভাব হাসপাতালে ভর্তি দেড়শ’ রোগী

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষক নিহত, সড়ক অবরোধ

বগুড়ায় ভয়ঙ্কর ‘হানি ট্র্যাপ’ : টার্গেট বিত্তবান থেকে সাধারণ মানুষ