পাবনার ভাঙ্গুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে নানাবিদ হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, গত রোববার বেলা ১১টায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের পাবনা কার্যালয়ের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট দল কর্তৃক হাসপাতালে আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করে অনিয়মের তথ্য পাওয়া যায়।
এছাড়া চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা রেজিস্ট্রার, হাসপাতালের ইনডোরে ভর্তিকৃত বিভিন্ন শ্রেণির রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্য পণ্যের তালিকা, সরকারিভাবে সরবরাহ ওষুধ ও বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।
আরও পড়ুনঅভিযানকালে বিভিন্ন সেবাগ্রহীতাদের বক্তব্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে। এনফোর্সমেন্ট টিমের সূত্রে জানা যায়, প্রাপ্ত রেকর্ডপত্র যাচাইয়ের জন্য দুদক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
মন্তব্য করুন