ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর আত্রাইয়ে শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত

নওগাঁর আত্রাইয়ে শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত। প্রতীকী ছবি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মূল্যায়ন পরীক্ষায় নম্বর কম পাওয়ার অজুহাতে শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেদম বেত্রাঘাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এইচ.এম জিম গত মঙ্গলবার বিদ্যালয়ে গেলে মূল্যায়ন পরীক্ষায় নম্বর কম পাওয়ার অজুহাতে ওই বিদ্যালয়ের শিক্ষক তুহিন রহমান তাকে বেদম  বেত্রাঘাত করেন।

এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। জিমের পিতা শহিদুল ইসলামের অভিযোগ, শিক্ষক তুহিন রহমান তার ছেলেকে প্রাইভেট পড়াতে চেয়েছিলেন। তাকে প্রাইভেট পড়াতে না দেওয়ায় তার ছেলেকে বেত্রাঘাত করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক তুহিন রহমান বলেন, অভিযোগটি সত্য নয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজা খানম বলেন, ঘটনাটি সত্য, তিনি ওই শিক্ষার্থীকে মারপিট করেছেন। এই শিক্ষক খুব বদমেজাজি।

আরও পড়ুন

উপজেলা শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য সেখানে লোক পাঠিয়েছি। অভিযোগটি তদন্তে সঠিক প্রমাণিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১৫৮ বোতল ফেনসিডিলসহ ৩ নারী গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণের দাম

খৈয়াছড়া ঝরনায় পর্যটক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার ২

বিএনপি সরকার গঠন করলে ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে