ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে : ভিপি সাইফুল

গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে : ভিপি সাইফুল। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সেই সময়ে বাকশাল কায়েম করেছিল। বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও পত্রিকা বন্ধ করে দিয়েছিল। দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল।

আর একারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। তিনি দেশের মানুষকে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। সকল দলকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে ধুনট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরেফিন খালিদ।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, বিএনপি নেতা আমিনুল ইসলাম, মোশারফর হোসেন, কবির হোসেন, রেজাউল করিম, শফিকুল ইসলাম, সোলাইমান আলী, নজরুল ইসলাম, সিদ্দিক হোসেন, জহুরুল ইসলাম, ফজল-ই-খুদা তুহিন, ফারাইজুল ইসলাম, আইয়ুব আলী, জিএম সম্রাট, ওসমান গণি, সাজ্জাদ হোসেন, রেজাউল কমির, আব্দুল আলীম মিঠু, মাহমুদুল হাসান, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মহসীন আলী, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হান্নান,  যুবদল নেতা আব্দুল হালিম, মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান, রফিকুল ইসলাম, রওশন কবির রাজু, ফিরোজ মাহমুদ , মহিলাদল নেত্রী খাইরুন নাহার চৌধরী, শারমিন সুলতানা দিপ্তী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

বগুড়ায় মাদকদ্রব্যসহ কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জে বাসের জানালা ভেঙে লাফ দিয়ে সুপারভাইজার নিহত

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রার্দুভাব হাসপাতালে ভর্তি দেড়শ’ রোগী

সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষক নিহত, সড়ক অবরোধ

বগুড়ায় ভয়ঙ্কর ‘হানি ট্র্যাপ’ : টার্গেট বিত্তবান থেকে সাধারণ মানুষ