শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রাইস মিল স্থাপনের প্রতিবাদে সড়কে শিক্ষার্থীরা
_original_1757065979.jpg)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া বাজারে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় মসল্লা ভাঙানো মিল ও রাইস মিল স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুটি কিন্ডারগার্টেন স্কুলের শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আশপাশের প্রায় শতাধিক পরিবারের সদস্য অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আরবিট স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, নিউ ন্যাশন স্কুলের শিক্ষক লালন মিয়া, শিহাব আহমেদ , আবু রায়হান চৌধুরী প্রমুখ তারা বলেন, কয়ড়া বাজারের প্রাণকেন্দ্রে মসল্লা ভাঙানো মিলসহ একটি রাইস মিল স্থাপনের প্রক্রিয়া চলছে। মিলটি চালু হলে তার আশেপাশের ধুলাবালি,শব্দ, মসল্লার গন্ধ পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। ফলে দুটি স্কুলের শাতাধিক শিক্ষার্থীসহ গ্রামরে বহুলোক স্বাস্থ্য ঝঝ’কিতে থাকবে। মরিচসহ অন্যান্য মসল্লা ভাঙানোর সময় বাতাসে এ সবের গুঁড়ো কণা ছড়িয়ে পড়ে, তা শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসে জ্বালা ও দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ দেখা দিতে পারে,চোখে মারাত্মক জ্বালা, অশ্রুপাত, এমনকি চর্ম ও চোখের স্নায়ু ক্ষতির আশঙ্কাও থাকে।
আরও পড়ুনমুশফিকুর রহমান রাজ ও আলী আকবর নামের এলাকাবাসী ও শিক্ষার্থীর অভিভাবক বলেন, মরিচসহ অন্যান্য মসল্লা ভাঙানো শুরু হলে আমাদের শিশুদের স্কুলে পাঠানোই কষ্টকর হয়ে যাবে। স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থী বলেন, শব্দ দূষণ ও ধুলাবালি ও মসল্লার ঝাজালো গন্ধের কারণে আমরা বিদ্যালয়ে আসতেই পারবোনা।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত এই স্থাপনার কাজ বন্ধ করে পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে পড়ালেখার সুযোগ নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেন।
মন্তব্য করুন