ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁও সীমান্তে ১২ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর

ঠাকুরগাঁও সীমান্তে ১২ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর। প্রতীকী ছবি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের হাতে আটক ১২ বাংলাদেশি নাগরিককে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ফেরত ১২জনের মধ্যে ৬জন পুরুশ, ৩জন মহিলা ও ৩ শিশু রয়েছে। আটককৃতদের বিজিবি হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ শুক্রবার ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছেন।

এরা হলো- বালিয়াডাঙ্গী উপজেলার নন্দগাঁও ডাংঙ্গী গ্রামের মৃত লক্ষ্মী সিং এর ছেলে ধানু চন্দ্র সিং (৫০), ধানু চন্দ্রের স্ত্রী সোনামতি বালা (৩৫), ধানু সিং এর দুই ছেলে রবিন রায়(২০) ও চিরঞ্জিত রায় (১৬)। একই উপজেলার কলমদা গ্রামের গোবিন্দ বর্মণ এর ছেলে প্রতাপ বর্মণ (২৫), প্রতাপ বর্মণের স্ত্রী সানজিতা বাল(২০) ও তার এক ছেলে জ্যোতিকা বর্মণ(৪)।

রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের কাঠুরামের ছেলে হেমন্ত চন্দ্র রায় (২২), হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের ধীরেন চন্দ্র রায়ের ছেলে সময় চান রায় (৩২), একই উপজেলার বকুয়া গ্রামের নির্মল চন্দ্রের স্ত্রী মিনতি রাণী (২৫), নির্মল চন্দ্রের দুই মেয়ে সংগীতা রাণী (১৩) ও সাথী রাণী (৫)।

বিজিবি সূত্রে জানা যায়,শুক্রবার ভোরে সীমান্তের ৩৫৬ এলাকা দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হয়। ওই দিন সকাল সাড়ে ৯টায় কোম্পানী পর্যায়ে সীমান্তের ৩৫৬ নং মেইন পিলার এলাকার বশতপুর নামক স্থানে ৫০ বিজিবি - ৮৭ বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

এসময় বিএসএফ’র হাতে সীমান্তে আটক ১২ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করলে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতরা বৈধ কোন  কাগজ পত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে পাসপোর্ট আইনে থানায় মামলা রুজু করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, তারা কাজের সন্ধানে বিনাপাসপোর্টে ভারতে গিয়েছিল এবং দীর্ঘদিন সেখানেই ছিল। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। তবে ফেরার সময় বিএসএফ তাদের আটক করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : অন্তর্বর্তী সরকার

বগুড়ার ধুনটে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি গ্রেফতার

সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

সরকার আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানীতে সহযোগিতা করছে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয়: জয়া আহসান