সরকার আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানীতে সহযোগিতা করছে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশির উদ্দীন আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আকষ্মিক ভাবে জয়পুরহাটের আক্কেলপুর সফর করেছেন। তিনি দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে উপজেলার গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করার পর জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, কৃষক যাতে আলু চাষে আগ্রহ না হারায় সে জন্য যা করার তা করবে সরকার। আগামী আলুর দাম নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আগামী এক মাসের মধ্যে থাকবে না। আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানিতে সহযোগিতা করছি। চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে।
এছাড়া টিসিবি বাজার থেকেও আলু ক্রয় করা হবে। আলু রপ্তানির লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। এই পদক্ষেপের মাধ্যমে চাষি ও ক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত রাখা হবে জানিয়েছেন। উপদেষ্টা গোপীনাথপুর থেকে দেড় কিলোমিটার দূরে বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার মর্তুজাপুর গ্রামে গিয়ে জুম্মার নামাজ আদায় করে তার শ্বশুর আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।
আরও পড়ুনএদিকে বাণিজ্য উপদেষ্টাকে ও হেলিকপ্টার দেখতে উৎসুক লোকজনের ভিড় জমে যায়। সকাল দশটার আগেই গণমাধ্যম কর্মীরাও গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে আসেন। তখন থেকেই উৎসুক জনতা গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ের দুইটি ফটকে বাণিজ্য উপদেষ্টা ও হেলিকপ্টার দেখতে ভিড় করছিলেন। দুপুর পৌনে একটার দিকে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টারটি উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে।
মন্তব্য করুন