ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর পোরশায় জমির ধান বিষাক্ত কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর পোরশায় জমির ধান বিষাক্ত কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি সংগৃহীত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় কৃষকের দেড় বিঘা জমির আউশ ধান কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার নিতপুর ইউনিয়নেরর শ্রীকৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা স্থানীয় কৃষক সিরাজুল ইসলামের জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। এতে জমিতে থাকা আউশ ধান পুড়ে যায়।

জমির মালিক মৃত সাবুরুদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম জানান, বাবার মৃত্যুর পর থেকে ওয়ারিশ সূত্রে মালিক হয়ে জমিটি ভোগদখল করে আসছেন তিনি। জমিতে প্রতিবছর আউশ ও বোরো ধান এবং সরিষা ও গম চাষাবাদ করে লক্ষাধিক টাকা আয় করেন। চলতি মৌসুমে আউশ ধান রোপণ করেছিলেন কিন্তু হঠাৎ গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা তার ক্ষেতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে আউশ ধান পুড়িয়ে দেয়।

তিনি আরও জানান, গত মার্চ মাসে তার জমিতে বোরো ধানের বীজতলায় এবং ফেব্রুয়ারি মাসে একই জমিতে চাষ করা গমের উপর বিষাক্ত কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। এতে তার দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছিল।

আরও পড়ুন

আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে দৃর্বৃত্তরা এগুলো করছে বলে তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে মামলার প্রস্ততি নিচ্ছেন বলেও জানান তিনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ: ফয়জুল করীম

বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

দৈনিক করতোয়ার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদককে হাসপাতালে দেখতে গেলেন আমিনুল হক

ভারতে আসছেন রোনালদো!

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বিএনপি: আনোয়ারুজ্জামান আনোয়ার 

জাকসু নির্বাচনে শীর্ষ ৪ পদে কে কত ভোট পেলেন?