ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের তারাগঞ্জে নিজের মেয়েকে গলা কেটে হত্যা করল মা ঘাতক গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে নিজের মেয়েকে গলা কেটে হত্যা করল মা ঘাতক গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ৬ মাস বয়সী মেয়ে শিশুর গলা কেটে হত্যা করেছে পাষন্ড মা। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬ টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম কুর্শা পলাশবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম জুহি (৬ মাস বয়সী)। পুলিশ অভিযুক্ত মা তুলশী রাণীকে (২৪) আটক করেছে। তুলশী রাণী ওই গ্রামের বাবু লালের স্ত্রী।

এলাকাবাসী জানান, প্রায় ৮ বছর আগে বাবু লালের সাথে নীলফামারী সৈয়দপুর উপজেলার চৌমুহনী দলুয়া গ্রামের কিশোর রায়ের মেয়ে তুলশী রানীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ের জন্ম হয়। এর মধ্যে বড় মেয়ে জানুবী (৫) ও ছোট্ট মেয়ে জুহি ৬ মাস বয়সী। বেশ কয়েক মাস থেকে তুলশী রানী মানসিক রোগে ভুগছিলেন।

ঘটনার দিন আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) শিশুটি দুধ খেয়ে ঘুমিয়ে পরলে রান্না ঘর থেকে ধারালো ছুরি এনে নিজের ৬ মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যা করে মা তুলশী রানী। ঘটনার পর তুলশী রানীর স্বামী বাবু লাল বাইরে থেকে এসে শিশুটিকে কোলে নেয়ার জন্য চাইলে গলা কাটা শিশুর লাশ পরিবারের সবার সামনে বাড়ির আঙিনায় ফেলে দেয়।

এ সময় শিশুটির বাবাসহ তার পরিবারের লোকজনের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে ঘাতক পাষান্ড মাকে আটক করে রাখেন। পরে এলাকার লোকজন ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোনের মাধ্যমে পুলিশকে অবগত করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় ঘাতক মা তুলশী রানীকে গ্রেফতারের পাশাপাশি শিশুটিকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেন।

আরও পড়ুন

এদিকে ঘটনার পর তুলশী রানী নিজেই হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে বলেন বলেন, বাচ্চাটা তো আমি নিজে মারলাম। বাচ্চা হওয়ার পর থেকে আমি ভাল করে রান্না করে খাইতে পারি না। আরও একটা মেয়ে আছে তার সেবা যত্ন করতে পারি না। এটাই সমস্যা। বাচ্চাটাকে কেন যে জন্ম দিলাম আমি নিজেও বলতে পারি না।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুকে হত্যার ঘটনায় শিশুটির বাবা বাবু লাল স্ত্রী তুলশী রানীর বিরুদ্ধে থানায় এক হত্যা মামলা দায়ের করেছেন। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

যে ৫ ব্যক্তির দোয়া আল্লাহ নিকট কখনোই কবুল হয় না

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

বগুড়ার আদমদীঘিতে ওয়ার্ড আ‘লীগ সভাপতি গ্রেফতার

কক্সবাজারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার