ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ভারী বৃষ্টিতে সারিয়াকান্দিতে রাস্তায় ধ্বস, যান চলাচল বন্ধ

ভারী বৃষ্টিতে সারিয়াকান্দিতে রাস্তায় ধ্বস, যান চলাচল বন্ধ। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : টানা বর্ষনে বগুড়া সারিয়াকান্দিতে একটি রাস্তা ধ্বসে গেছে। ফলে রাস্তাটি দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কয়েক কিলোমিটার ঘুরে ভিন্ন পথে যাতায়াত করছেন এলাকাবাসী। রাস্তাটি দ্রুত মেরামত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশলীকে নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন।

সারাদেশের ন্যায় বগুড়া সারিয়াকান্দিতে গত দুইদিন ধরেই টানা বৃষ্টি হয়েছে। ফলে এ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সারিয়াকান্দি-বগুড়া মেইন সড়ক থেকে নারচী ইউনিয়নগামী রাস্তায় ধ্বসের সৃষ্টি হয়েছে। রাস্তাটির ফুলবাড়ি পাঁচকিতলা গ্রামের একটি অংশ ধ্বসে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রাস্তাটি দিয়ে চারচাকার যানসহ সকল ধরনের যানবাহন চলাচল করে। যান চলাচল বন্ধ হওয়ায় নারচী ইউনিয়নের প্রায় ৩০ হাজার এলাকাবাসী প্রায় ১০ কিলোমিটার ঘুরে বগুড়া জেলা সদরে চলাচল করছেন। এদিকে কয়েকদিনের টানা বর্ষনে উপজেলার জামালপুর মাদারগঞ্জ বালিজুড়ি সড়ক, কাজলা ইউনিয়নের বেড়াপাঁচবাড়িয়া নৌ-ঘাট পাকা সড়ক, মাদারগঞ্জ-কর্নিবাড়ী ছোনপচাচর, বোহাইল, ধারাবর্ষা, নিজবলাইল হতে সারিয়াকান্দি, সারিয়াকান্দি হতে করিতলা ভায়া চন্দনবাইশা ঘুঘুমারী সড়ক ছাড়াও ভেলাবাড়ী টু সারিয়াকান্দি উপজেলা হেড কোয়াটার, গনকপাড়া সারিয়াকান্দি সড়ক ও নারচী টু ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সড়কের বেশকিছু সড়কের কিনারায় ধ্বসের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ধস নেমে সড়কে যোগাযোগের বেহাল অবস্থা হয়ে পরেছে। আবার কোথাও যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়েছে। এতে হাজার হাজার মানুষের চলাচলে প্রতিদিন দূর্ভোগের সম্মুখিন হচ্ছেন।

আরও পড়ুন

নারচী ফুলবাড়ী সড়কে নিয়মিত চলাচলকারী ব্যাটারি চালিত অটোভ্যান চালক সামচুল গাজী বলেন, বিভিন্ন ধরনের ভারী মালামাল নিয়ে ফুলবাড়ি থেকে নারচীতে সড়কটি দিয়ে নিয়মিত নারচী যাতায়াত করতাম। রাস্তা ভেঙে যাওয়ার কারণে মাত্র ২ কিলোমিটার রাস্তার বদলে এখন ১০ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। আমরা দ্রুত রাস্তাটির ভাঙা অংশে মেরামত চাই।

সারিয়াকান্দি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশলীকে নির্দেশ প্রদান করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে কোন চাপে নয় : মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা

বগুড়া-১ আসনে ১২৫ কেন্দ্রে ভোট দিবেন ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন

বগুড়ার সান্তাহারে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

যে ৫ ব্যক্তির দোয়া আল্লাহ নিকট কখনোই কবুল হয় না

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

বগুড়ার আদমদীঘিতে ওয়ার্ড আ‘লীগ সভাপতি গ্রেফতার