বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি. ও ইউএস-বাংলা এয়ারলাইন্স পারস্পরিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করেছে। এই কৌশলগত অংশীদারিত্ব ইউএস-বাংলা এয়ারলাইন্সকে সময়োপযোগী ব্যাংকিং সেবা প্রদান করবে। এছাড়াও ব্যাংকের কর্পোরেট পরিসর বিস্তৃত হওয়ার পাশাপাশি সুগম হবে ভবিষ্যতমুখী ব্যাংকিং।
সম্প্রতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকে সই করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট মনিটর শারমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, ডিএমডি ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, এফসিএস; ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো. আজহারুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার মো. মাসুদ রানা।
আরও পড়ুন
মন্তব্য করুন