সিরাজগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পানিতে ডুবে আলিফ হোসেন(১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। আলিফ উপজেলার চৌবাড়ী গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে এবং জামতৈল ধোপাকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
জানা যায়, আলিফ সাঁতার জানত না। সে কামারখন্দ উপজেলা পরিষদের পুকুরে একটি টিউব নিয়ে সাঁতার শেখার জন্য নেমেছিল। কিন্তু টিউবটি হাত থেকে ফসকে পানিতে ডুবে যায় সে।
আরও পড়ুনউপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক অপু কুমার মণ্ডল জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আলিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন