ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

পা দিয়ে লিখে সেই সিয়াম পেলো জিপিএ- ৩.৮৩

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জামালপুরের সরিষাবাড়ীর ছেলে সিয়াম। তার ফলাফল এসেছে জিপিএ-৩.৮৩।

রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এতথ্য জানা যায়।

সিয়াম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের জিন্নাহ মিয়া-জোসনা বেগমের ছেলে।

জন্ম থেকেই সিয়ামের দুটি হাত না থাকলেও হাল ছাড়েনি পড়াশোনায়। সে চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ছোটবেলায় ভাইবোনের সঙ্গে স্কুলে গিয়ে লেখাপড়ার প্রতি আগ্রহ জাগে সিয়ামের। বিভিন্ন অক্ষরের ওপর পা দিয়ে ঘষামাজা করতে করতে লেখার অভ্যাসটা শুরু হয়। ক্রিকেট খেলা, সাঁতার কাটা থেকে শুরু করে দৈনন্দিন সব কাজ একাই করতে পারে সিয়াম।

আরও পড়ুন

 

ফলাফলের প্রতিক্রিয়ায় সিয়াম বলে, ‘আজ অনেক খুশি আমি। এমন ফলাফলে সবাই আমাকে দেখতে আসছে। সবার সহযোগিতায় আজ আমি এতদূর আসতে পেরেছি।’

সে আরও বলে, ‘পা দিয়ে লিখতে আমার কষ্ট হয়েছে। কিছুক্ষণ পরপর পায়ে ব্যথা করেছে। একটু বসে থেকে আবার লেখা শুরু করছি। তবুও সাড়ে তিন ঘণ্টার আগেই সব প্রশ্নের উত্তর লেখা শেষ করেছি। কষ্ট হলেও আজ আমি সফল।’

 

সিয়ামের বাবা বলেন, ‘ছোটকালে ভেবেছিলাম আল্লাহ এমন সন্তান কেন দিলো। তবে দিন যতই গড়িয়েছে ততই আমরা সিয়ামের কার্যক্রমে মুগ্ধ হয়েছি। এখন তাকে বোঝা মনে হয় না। আমরা তাকে সমাজের ৮-১০ জনের মতোই মনে করি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি মানা নিয়ে প্রশ্ন

২৩০ বিচারক বদলি

হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার