নীলফামারীর ডিমলা উপজেলায় শ্রমিক লীগের এক নেতাকে গলাকাটা হত্যা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় শ্রমিক লীগের এক নেতাকে গলাকাটা হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে লাশটি উপজেলা সদরের বাবুরহাট গ্রামের বকদুল ঝুলা নামক স্থানে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে জেলার মর্গে পাঠায়।
পুলিশ জানায়, হত্যার শিকার ওই ব্যক্তি উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে ও ডিমলা শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম (৪৫)। তিনি ডিমলায় ঢাকা কোচস্ট্যান্ডে বিভিন্ন দূরপাল্লার বাসের কাউন্টারে ব্যবসা পরিচালনা করতেন ও ডিমলা উপজেলা সদরে ভাড়া বাসায় বসবাস করতেন।
আরও পড়ুনডিমলা থানার ওসি দেবাশিষ রায় জানান, ধারণা করা হচ্ছে রাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।
মন্তব্য করুন