ভিডিও

বিমানবন্দরে দুই নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ০২, ২০২৪, ০৬:১০ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ০২, ২০২৪, ০৬:১০ বিকাল
আমাদেরকে ফলো করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই নারীর ভ্যানিটি ব্যাগ থেকে প্রায় ৩ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস বিভাগ। জব্দ করা এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় দুই নারী যাত্রী ছনিয়া আক্তার ও সালমা বেগমকে আটক করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে দুই নারীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার মোট ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নারী যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-148 দিয়ে ঢাকায় আসেন। বিমানবন্দরে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের ব্যাগ গ্রিন চ্যানেলে চেক করা হয়। স্ক্যানিংয়ে স্বর্ণের অস্তিত্ব পাওয়া গেলে ব্যাগ খুলে পরীক্ষা করা হয়। এর মধ্যে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডলে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।

আটকদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় চোরাচালান আইনে মামলা করার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS