ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২ অক্টোবর) সকালে ভোগতেরা গ্রামে শেখরুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আরও পড়ুন

পরে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক তারেক মিয়া বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম এ মামলার আসামি।

এসআই সিরাজুল ইসলাম বলেন, শেখরুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফিরছে এক্স সিরিজ,ভিভোর নতুন উদ্ভাবনে নতুন ফ্ল্যাগশিপ

নালিতাবাড়ীতে নদী থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নেত্রকোনায় ঘরে ঢুকে হাত পা বেঁধে ডাকাতি

শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ