ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে মামলা করায় আসামিদের হামলায় বাদিসহ আহত ২

বগুড়ার ধুনটে মামলা করায় আসামিদের হামলায় বাদিসহ আহত ২, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত মামলা করায় ক্ষুব্ধ হয়ে আসামিদের হামলায় বাদিসহ ২ জন আহত হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের মদন মোহনের ছেলে মৃত্যুঞ্জয়ের সাথে একই এলাকার জিয়ানুরের জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ২ বছর আগে এ ঘটনায় মৃত্যুঞ্জয় বাদি হয়ে জিয়ানুর রহমান ও উজ্জল হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে, বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

ওই মামলায় মৃত্যুঞ্জয়কে সহায়তা করেন একই এলাকার আব্দুল ওহাব। এতে আব্দুল ওহাবের উপর ক্ষুব্ধ হয় উজ্জল হোসেন ও তার লোকজন। এ অবস্থায় গতকাল সোমবার বিকেলে মৃত্যুঞ্জয় ও ওহাবকে এলাঙ্গী বাজার এলাকায় দেখে উজ্জল হোসেন ও তার লোকজন তাদের ওপর হামলা চালিয়ে হামলায় মৃত্যুঞ্জয় (৪০) ও আব্দুল ওহাবকে (৫২) আহত করে।

আহতদের মধ্যে মৃত্যুঞ্জয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুল ওহাব বাদি হয়ে উজ্জল হোসেন ও তার সহযোগী বুলবুল হোসেন মিঠুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় অভিযুক্ত উজ্জল হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে তাদের সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাদের উপর হামলা কিংবা মারপিটের ঘটনা সঠিক না।

ধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুলসুমা খাতুন বলেন, এ ঘটনার অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব (এসআাই) দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিন্ময় দাসের জামিন স্থগিত

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক খাইয়ে টাকাসহ অলংঙ্কার চুরি

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে চরম প্রতিশোধ বাংলাদেশের

এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ওসি এসআইয়ের বিরুদ্ধে আদালতে নালিশি

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় বদরগঞ্জে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন