ভিডিও

হিলিতে ম্যানেজারের হাত-পা বেঁধে রেখে চার লাখ টাকা লুট

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৯:৩৮ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৯:৩৮ রাত
আমাদেরকে ফলো করুন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে ইউনাইটেড রাইস মিলের ম্যানেজারসহ তিনজনের হাত পা বেঁধে রেখে লকার ভেঙে চার লাখ টাকা লুট করে নিয়ে গেলো ডাকাতের একটি দল। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে হিলি চুরিপট্টি-বাজার সড়কের মধ্যবাসুদেবপুর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

দিনাজপুর জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি দল ও হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ইউনাইটেড রাইস মিলের সিসিটিভির ফুটেজে দেখা যায় ডাকাতের একটি দল দরজা ভেঙে ঘুরে প্রবেশ করে।

এরপর ম্যানেজারে হাত পা বেঁধে রেখে লকার ভেঙে চার লাখ টাকা লুট করার দৃশ্য। ইতোমধ্যে সিসিটিভির ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS