ভিডিও

সোনাতলায় সন্ন্যাসীর মেলা শেষ হচ্ছে শুক্রবার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১০:৪০ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১০:৪০ রাত
আমাদেরকে ফলো করুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলার সন্ন্যাসী মেলা শেষ হচ্ছে কাল। পাঁচদিনব্যাপী এই মেলা গত সোমবার শুরু হয়েছে।

উপজেলার হরিখালী, কাচারি বাজার, পাকুল্লা, গোসাইবাড়ী ও ঠাকুরপাড়ায় সুখদহ নদীর উপর প্রায় দেড়শ বছর আগে থেকে হিন্দু সম্প্রদায়ের সন্ন্যাসীর পূজাকে কেন্দ্র করে মেলা বসে আসছে। মেলায় হরেক রকমের খেলনা ও খাদ্য সামগ্রীর পাশাপাশি বিলুপ্ত প্রজাতির মাছ, কাঠ ও স্টিলের ফার্ণিচারের দোকান বসে।

এদিকে মেলার আয়োজকরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে মেলার শুরু থেকেই জুয়ার আসর চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। যা নিয়ে আশপাশের সাধারণ মানুষ বিব্রত বোধ করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা বলেন, বিভিন্ন মেলায় এবং গুরুত্বপূর্ণ জায়গায় জুয়ার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS