ভিডিও

গাবতলীতে পিকনিকের বাস থেকে ৬টি বার্মিজ চাকুসহ ৯ কিশোর গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে পিকনিক বাস তল্লাশি করে ৬টি বার্মিজ চাকু উদ্ধারসহ ৯ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত কিশোরদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার সোনারায় ইউনিয়নে।

থানা সূত্রে জানা গেছে, গাবতলী থানা পুলিশ এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযানকালে বৃহস্পতিবার রাত ৯টায় সোনারায় মোড়ে পুলিশ অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় মহাস্থানগড় থেকে আঞ্চলিক সড়ক পথে পীরগাছা বাজারের দিকে ১টি পিকনিক বাসে কয়েকজন উচ্ছৃঙ্খল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে আসছে।

বিষয়টি মডেল থানার ওসিকে অবহিত করলে তারা সঙ্গীয় ফোর্সসহ রাতে পীরগাছা বাজারের দিকে আসতে থাকা বাসটি থামিয়ে দেয়। এসময় পুলিশ তাদের দেহ তল্লাসী করে ৬টি বার্মিজ চাকু উদ্ধারসহ ৯জন কিশোরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো জামিরবাড়িয়া গ্রামের শিহাব উদ্দিন (২০), লস্করীপাড়া গ্রামের সাব্বির ওরফে লেদো (১৯), একই গ্রামের মুকুলের শিহাব (১৬), পিয়াস (১৭), রাহুল (১৭), নাঈম (১৭), শামীম (১৭), বুলবুল ওরফে মেহেদী (১৭) এবং জামিরবাড়িয়া গ্রামের রাকিব (১৭)।

গ্রেফতারকৃতদের কাছে থেকে ৬টি স্টিলের তৈরি ধারালো বার্মিজ চাকু এবং ৬টি স্মার্ট ফোন উদ্ধার করে পুলিশ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS