ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ধুনটে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

--ছবি: দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে তালাক দেওয়া স্ত্রী’কে ধর্ষণের অভিযোগে আপেল মাহমুদকে (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আপেল মাহমুদ উপজেলার চিকাশি ইউনিয়নের ছোনপচা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার নববধূকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও তার জবানবন্দী রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ধর্ষণের শিকার নারীর (২৪) সঙ্গে আপেল মাহমুদের প্রায় ৬ মাস ধরে প্রেমের সম্পর্কের পর ২০২৩ সালের ৩ আগস্ট বিয়ে হয়। কিন্ত আপেলের পরিবারের লোকজন এ বিয়ে মেনে নিতে পারেনি। তাই পরিবারের চাপে বিয়ের মাত্র সাত দিন পর ১১ আগষ্ট আপেল মাহমুদ তার স্ত্রীকে তালাক দেয়। এদিকে বিয়ে বিচ্ছেদ হলেও গোপনে তারা আগের মতোই প্রেমের সম্পর্ক চালিয়ে যায়।

আপেল মাহমুদ ওই নারীকে ফের বিয়ে করার কথা বলে মেলামেশা করে। তারই ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারি আপেল নারীটির বাড়িতে গিয়ে আবারও মেলামেশা করতে চায়। নারীটি তখন আপেলকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে আপেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

আরও পড়ুন

তখন নারীটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে আপেল ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারীটি বাদী হয়ে গতকাল শনিবার আপেল মাহমুদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই আপেল মাহমুদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার সনদ পাওয়ার পর আদালতে এ মামলার প্রতিবেদন দাখিল করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

জিরো পয়েন্টে এসে যা বলছেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ | Abdul Hannan Masud | Sheikh Hasina

সরিষাবাড়ীতে গরুচোর সন্দেহে প্রাইভেটকারসহ আটক ২

ইয়েমেনে একযোগে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

তরুণ প্রজন্মের সাথে বসতে বললেন হাসনাত | Hasnat Abdullah | Sheikh Hasina | Zero Point | Daily Karatoa

মেট্রোরেলের টিকেটের নকশা বদলের ব্যাখ্যা দিল ডিএমটিসিএল