ভিডিও

চট্টগ্রামে আগুনে দুই দোকান পুড়ে ছাই 

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ১২:১১ দুপুর
আপডেট: মার্চ ১০, ২০২৪, ০৬:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে গেছে। ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে হাটহাজারী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় দীঘির পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ওই এলাকার নুরুল আলমের খাটের (ফার্নিচার) দোকান এবং বাছা মিয়ার চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনে। আগুনে দুটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্তদের দাবি এ ঘটনায় তাদের ১৫-২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশপাশের অনেক দোকান আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS