ভিডিও

কানের দুল চুরির অভিযোগ তুলে গৃহবধূর চুল কাটলেন প্রতিবেশীরা

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৮:০৬ রাত
আপডেট: মার্চ ১২, ২০২৪, ০৮:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে কানের দুল চুরি নিয়ে সন্দেহ করে এক গৃহবধূকে মারধরসহ চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়,  রোববার আতকাপাড়ার শেখবাড়ির আনোয়ার মিয়া, মুগল মিয়া, হোসেন আলী, সুমন মিয়া, শামীম মিয়াসহ তাদের পবিরারের সদস্যরা একটি দেড় আনা ওজনের কানের দুলের চুরির অভিযোগে তাকে মারধরসহ মাথার চুল কেটে দেয়। তারপর তাকে একটি গাছের সঙ্গে ২৪ ঘণ্টা বেঁধে রাখে। খবর পেয়ে ওই নারীর বোন পরদিন দুপুরে তাকে ছাড়িয়ে আনেন।

ওই নারীর স্বামী অভিযোগ করেন, ‘ওই ব্যক্তিরা আমার পরিবারকে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে। আমাদের বাড়ির ভেতরে অবরুদ্ধ করে রেখেছে। আমরা তাদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। মিথ্যা ঘটনা সাজিয়ে আমার স্ত্রীকে তারা মারধর করে মাথার চুল কেটে গাছের সঙ্গে বেঁধে রাখে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া বলেন, ‘আমি যতটুকু জেনেছি ও শুনেছি, তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। বাড়ির মহিলারা বিবাদে জড়িয়েছে। আমি স্থানীয়দের নিয়ে মীমাংসার চেষ্টা করছি।’

মুগল মিয়া দাবি করেছেন, ওই নারী তার আত্মীয়। কানের দুল চুরির প্রমাণ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘এ নিয়ে বাড়ির মহিলাদের ঝগড়া হয়েছে। আমরা পুরুষরা বাড়ির বাইরে ছিলাম। বাড়িতে ফিরে তাদের ঝগড়া মীমাংসার চেষ্টা করেছি। আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে। আমরা কোনোভাবেই ঝগড়ায় জড়িত ছিলাম না।’

ঘটনাটি পুলিশ অবগত হয়েছে। ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ‘গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS