ভিডিও

ধূমপানকে কেন্দ্র করে মারধরে যুবকের মৃত্যু

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৬:৩২ বিকাল
আপডেট: মার্চ ১৭, ২০২৪, ০৬:৩২ বিকাল
আমাদেরকে ফলো করুন

ফেনী প্রতিনিধি : ধূমপানকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মো. সাগর (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দরবেশেরহাট এলাকার নারায়ণপুরের মো. আলমগীরের ছেলে। শুক্রবার বিকেলে একই ইউনিয়নের কোরবানপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় সংঘর্ষের ঘটনায় সাগর আহত হন। শনিবার সন্ধ্যায় ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, শুক্রবার বিকেলে সাগর নামে ওই যুবক উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সামনে বসে ধূমপান করছিলেন। এ সময় নুরুল হক নামে স্থানীয় এক ব্যক্তি তাকে (সাগর) জিজ্ঞেস করেন বাড়ি কোথায়। এতদূর থেকে এসে সেখানে সিগারেট খাচ্ছে কেন? এ সময় তার খালা ওই আশ্রয়ণ এলাকায় থাকেন বলে জানান সাগর। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। নুরুল হকের পক্ষে আরও স্থানীয় লোক জড়ো হন। পরে হাতাহাতি ও মারামারি হয়। এতে সুজন আহত হন। তাকে শুক্রবার সন্ধ্যায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসিম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। মামলা হলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS