ভিডিও

টিউবওয়েল খুলে রেখে হজ্জ যাত্রা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট: মার্চ ১৯, ২০২৪, ০৬:০৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বলেছেন, উপজেলার বিভিন্ন অঞ্চলে চোরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত বসতবাড়ির আসবাবপত্র চুরি হচ্ছে। বিশেষ করে অধিক মাত্রায় চুরি হচ্ছে পানি তোলার পাম্প-মটর, ভ্যান, এয়ার-কন্ডিশনের কম্প্রেশার, টিউবওয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন শৃ-ঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। সভায় আব্দুল হামিদ আরও বলেন, সম্প্রতি ওমরা হজে যাবার পূর্বে চোরের ভয়ে নিজ বাড়ির টিউবওয়েল খুলে ঘরে রেখে যেতে হয়েছে। তাই চোরের উপদ্রব কমাতে পুলিশসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, চুরি রোধে আমরা ব্যপক ভাবে অভিযান অব্যহত রেখেছি। ইতিমধ্যে চুরির সাথে সম্পৃক্ত থাকার অপরাধে কয়েকজনকে আটক করে আদালতে প্রেরণ করেছি।

এ সময় ইউএনও আফরিন জাহানের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ার¬ম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ও নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ, জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান জোসেফ মুন্সী, লোহাগড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান।     

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS