ভিডিও

নীলফামারীতে তিস্তা ক্লিনিক এন্ড নার্সিংহোম সিলগালা করে বন্ধ ঘোষণা

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ১০:৩৯ রাত
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ১০:৩৯ রাত
আমাদেরকে ফলো করুন

নীলফামারী প্রতিনিধি : স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষাসহ নিবন্ধন নবায়ন না করে স্বাস্থ্যসেবা পরিচালনার অপরাধে নীলফামারীতে নগদ অর্থ জরিমানাসহ বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে ব্যক্তিমালিকানাধীন তিস্তা ক্লিনিক এন্ড নার্সিংহোম।

আজ সোমবার (২৫ মার্চ) বিকেলে নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনায় জেলা শহরের মাধার মোড়ে অবস্থিত তিস্তা ক্লিনিক এন্ড নার্সিংহোম কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনির্দিষ্টকালের জন্য ক্লিনিকটি বন্ধ ঘোষণা করে।

এসময় ক্লিনিকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তাতে সিলগালা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন আহমেদ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS