ভিডিও

তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষির মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৬:১৭ বিকাল
আপডেট: এপ্রিল ১৫, ২০২৪, ০৬:১৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মান্নান (৪৫) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাড়াশ পৌরসভার কাউরাইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন তাড়াশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, আব্দুল মান্নান এলাকার একজন সফল ও সুপরিচিত মৎস্য চাষি। তিনি ঘটনার সময় তার নিজ পুকুরে বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন। এসময় তার আত্মচিৎকারে আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি তদন্ত নুরে আলম জানান, এ ধরনের একটি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তবে পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় কবর দেয়ার অনুমতি দেয়া হয়েছে।  

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS