ভিডিও

সাঁথিয়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় দর্শনার্থীদের ঢল

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৭:০৯ বিকাল
আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ০৭:০৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনা সাঁথিয়া উপজেলার ক্ষেতুপারা ইউনিয়নের রাজাপুরে তিন দিনব্যাপী ফর্মিন ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় দর্শনার্থীদের ঢল নামে।

গতকাল সোমবার সন্ধ্যায় সাঁথিয়া রাজাপুর রেলস্টেশন চত্বরে রাজাপুর গ্রামের যুব সমাজ আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিন্চু, আবু সাইদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইংল্যান্ড ভাঙ্গুড়া, পাবনা, ২য় হয়েছে মায়ের দোয়া রামকান্তপুর পাবনা, ৩য় হয়েছে আট ভাইয়ের মায়া ঢাকা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS