ভিডিও

সর্বোচ্চ তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৬:২১ বিকাল
আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১১:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

বৈশাখের প্রচণ্ড খরতাপে পুড়ছে চুয়াডাঙ্গা। শনিবার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হিট স্ট্রোকে জাকির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ধানের ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোক আক্রান্ত হন তিনি। এরপর তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। এছাড়া তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। এদিকে তাপদাহের কারণে জেলা প্রশাসন থেক জেলায় হিট এলার্ট জারি করা হয়েছে।


জনসাধারণকে সতর্ক করতে জেলার ৪ উপজেলায় হিট এলার্ট জারির মাইকিং করা হচ্ছে। গরমে স্বাস্থ্য সতর্কতার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা। বাড়ির বাইরে বের হলে ছাতা, টুপি বা ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি এ ব্যাপারে প্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।


একইসঙ্গে চোখে-মুখে ঠাণ্টা পানির ঝাপটা দিতে বলা হচ্ছে। গরমে অস্বস্তি কিংবা অসুস্থ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

দামুড়হুদা কুড়লগাছি ইউপির চেয়ারম্যান কামাল উদ্দীন জানান, নিহত জাকির সকাল ৭টার দিকে ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ সে অসুস্থ্য হয়ে পড়লে মাঠে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হিট স্টোক করে মারা গেছেন।


 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS