ভিডিও

বগুড়ায় হাইড্রোলিক হর্ন ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে দিনভর অভিযান

প্রকাশিত: মে ১৮, ২০২৪, ১০:৩৮ রাত
আপডেট: মে ১৮, ২০২৪, ১০:৩৮ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের উপকন্ঠে বনানী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অবৈধ হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।

আজ শনিবার (১৮ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে অভিযানকালে ফিটনেসবিহিন যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ অবৈধ হাইড্রোলিক হর্ন খুলে নেয়া হয়, একই সাথে চালকদের সতর্কও করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। এসময় ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় দেখা যায় অপ্রাপ্ত বয়স্কেরা গাড়ি চালাচ্ছে, চালকের অসনে বসে সহকারী দ্রুতগতিতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। বেশিরভাগ যানবাহনে ব্যবহার করছে অবৈধ হাইড্রোলিক হর্ন।

এসবের বিরুদ্ধেই দ্রুত পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। দিনভর এ অভিযান চলে। এর মধ্যে আজ শনিবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ৮০টি মামলা দায়ের করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS