ভিডিও

পণ্যের প্যাকেটে আগাম উৎপাদন তারিখ, জরিমানা ৫০ হাজার

প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৯:১৪ রাত
আপডেট: মে ২০, ২০২৪, ১১:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

পণ্যের প্যাকেটে আগাম উৎপাদন তারিখ থাকায় বগুড়ার শাজাহানপুরে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে উপজেলার ফটকি ব্রিজ এলাকায় সুরুচি ফুড প্রোডাক্টস নামের ওই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন। পরে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী কামাল হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেন।
 

সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাজাহানপুরের সুরুচি বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় প্রতিষ্ঠানটির খাদ্য পণ্যের প্যাকেটে আগাম উৎপাদন তারিখ দেয়া আছে। এছাড়াও সুরুচি বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করে আসছিল। এসব অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS